ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ফরিদপুরে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুর

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:১৫

ফরিদপুরে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুর
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে ইউপি নির্বাচনে মো. আলম শেখ নামের এক স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে আলম শেখ ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

আলম শেখ জানান, চারটি মোটরসাইকেলে হেলমেট পড়ে এসে ভাংচুর চালায় আমার ধলার মোড়ের নির্বাচনী ক্যাম্প। সেখানে টেবিল-চেয়ার, পোস্টার ও অফিস ভেঙে তছনছ করে দেয় দুর্বৃত্তরা। তবে, সবাই হেলমেট পড়া থাকায় কাউকে চিনতে পারেননি বলে জানান স্বতন্ত্র এ ইউপি চেয়ারম্যান প্রার্থী।

প্রশাসনের কাছে এর সঠিক বিচার করে তিনি বলেন, শুক্রবার সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করবো। আশা করছি, প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে এ ঘটনার ব্যবস্থা নিবেন।এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবী এ প্রার্থীর।

এব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, রাতে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।

তিনি বলেন, যেহেতু ঘটনাটি নির্বাচন সংশ্লিষ্ট তাই বিষয়টি নির্বাচন সংশ্লিষ্টদেরও জানানো হয়েছে। এছাড়া এব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। আপনার মাধ্যমে জানলাম। এ ব্যাপারে খোঁজখবর নিবো। এছাড়া এব্যাপারে ওই ব্যক্তি রিটার্নং অফিসার ও থানাতে অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখতে বলা হবে।

ইউএনও বলেন, এ ইউপি নির্বাচনে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ২৪ ঘণ্টা মাঠে রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত