নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু
প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:৪৩ | অনলাইন সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে গোসলে নেমে শুভ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে মোল্লাহাট খাদ্যগুদাম ঘাটে তার মৃত্যু হয়। শুভ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মোবারকের ছেলে।
শুভর চাচা হাজী আলমাস জানান, মঙ্গলবার বিকেলে সিরাজদিখান থেকে তাবলীগ জামাতের সঙ্গে আমরা মোল্লাহাটের খাদ্যগুদাম এলাকার শেখ বাড়ি মসজিদে আসি। দুর্ঘটনার সময় আরও কয়েক মুসল্লির সঙ্গে গোসল করতে গিয়ে শুভ নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকর্মীদের খবর দেয়। তারা মরদেহ উদ্ধার করতে না পারলে পরে ডুবুরি এসে তাকে উদ্ধার করে।
মোল্লাহাট ফায়ার সার্ভিসের টিম লিডার হাসানুর রহমান জানান, এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধারে ব্যর্থ হই। পরে ডুবুরি দল এসে তার মরদেহ উদ্ধার করে।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ বলেন, এ বিষয়ে নিহত শুভর পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ জার্নাল/এমএ