ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

বায়ুদূষণে ঢাকা আজ তৃতীয়

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১১:০০  
আপডেট :
 ১১ মার্চ ২০২৩, ১৫:৫৯

বায়ুদূষণে ঢাকা আজ তৃতীয়
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী শনিবার ঢাকা বিশ্বে বায়ুদূষণে তৃতীয় স্থানে অবস্থান করছে।

এদিন বেলা সাড়ে ৮টার দিকে ১৯৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ২০৮ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ, ২০৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি এবং ১৯৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালির সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত