ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

চবির প্রক্টরসহ প্রশাসনের ১৭ জনের পদত্যাগ, নতুন প্রক্টরের নাম ঘোষণা

  চবি প্রতিনিধি

প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ১৪:২৪  
আপডেট :
 ১২ মার্চ ২০২৩, ১৮:৫৭

চবির প্রক্টরসহ প্রশাসনের ১৭ জনের পদত্যাগ, নতুন প্রক্টরের নাম ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফটক। ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরসহ বিভিন্ন দপ্তরের ১৭ জন পদত্যাগ করেছেন। আজ রবিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ।

তিনি বলেন, প্রক্টর, সহকারী প্রক্টর, আবাসিক হলের প্রভোস্টসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকা ১৭ জন একযোগে পদত্যাগ করেছেন। তারা প্রত্যেকেই রেজিস্ট্রার বরাবর তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

পদত্যাগকৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভুঁইয়া, সহকারী প্রক্টর এস এম জিয়াউল ইসলাম, শহীদুল ইসলাম, রামেন্দু পারিয়াল, শাহরিয়ার বুলবুল, গোলাম কুদ্দুস লাভলু, আই কিউ এ সি অতিরিক্ত পরিচালক ড. মো ওমর ফারুক, শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল ইসলাম ভূঁইয়া, শাহজালাল হলের আবাসিক শিক্ষক মো. শাহরিয়ার বুলবুল, এ এফ রহমান হলের আবাসিক শিক্ষক অনাবিল ইহসান, প্রীতিলতা হলের আবাসিক শিক্ষক ফারজানা আফরিন রুপা, শহীদ আব্দুর রব হলের আবাসিক শিক্ষক ড. এইচ এম আব্দুল্লাহ, রমিজ আহমেদ, শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষক সাকিলা তাসমি, দেশনেত্রী খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক নাসরিন আক্তার, ড. শাহ আলম, উম্মে হাবিবা এবং আলাওল হলের আবাসিক শিক্ষক ঝুলন ধর।

এরই মধ্যে দুপুর ২টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন প্রক্টর ও দুজন সহকারী প্রক্টরের নাম ঘোষণা করা হয়েছে। নতুন প্রক্টর করা হয়েছে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারকে। সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ রোকনউদ্দিন এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের প্রভাষক সৌরভ সাহা জয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন। আমার কাছে তারা কয়েকজন এসে এই পদত্যাগ পত্র জমা দেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত