ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

৫৭ জামায়াত নেতাকর্মীর বিরু‌দ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ১৭:৪০  
আপডেট :
 ১২ মার্চ ২০২৩, ১৭:৫৯

৫৭ জামায়াত নেতাকর্মীর বিরু‌দ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা

রাজধানীর মিরপুর এলাকায় পু‌লি‌শি অভিযান আটক জামায়াতের ৫৭ নেতা-কর্মীর বিরু‌দ্ধে বিস্ফোরকসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার রাজধানীর দারুস সালাম থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

এর আ‌গে শ‌নিবার রা‌তে রাজধানীর দারুস সালাম থানাধীন মিরপুর-১ ক্যাপিটাল মার্কেটের একটি রেস্টুরেন্টে ‘যাকাত ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভা থেকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মী সন্দেহে তা‌দের আটক ক‌রে পুলিশ। তাদের কাছ থেকে আটটি ককটেল উদ্ধারের কথা জানায় পু‌লিশ।

দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ জানান, শনিবার রাতে মিরপুর ক্যাপিটাল টাওয়ারে অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেপ্তারের ঘটনায় মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। মামলায় আসামি বেশি হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদে কয়েক ধাপে আদালতে রিমান্ড চাওয়া হ‌বে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জামায়াতের গ্রেপ্তার ৫৭ জন ছাড়াও পালিয়ে যাওয়া আরও ৩০ থেকে ৪০ জন মিলে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। তারা সরকারকে বেকায়দায় ফেলতেই এই বৈঠকের আয়োজন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ।

বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস

  • সর্বশেষ
  • পঠিত