ঢাকা, রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৭ জেলে আটক

  চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০৯:৪২  
আপডেট :
 ১৪ মার্চ ২০২৩, ০৯:৫১

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৭ জেলে আটক
আটক জেলেরা। ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে পদ্মা-মেঘনায় জাটকা শিকারে ১৭ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় পাঁচটি নৌকা ও বিপুল পরিমাণ জালও জব্দ করা হয়।

সোমবার (১৩ মার্চ) মধ্যরাত থেকে মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৭টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এবং জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার রাতের আঁধারে অভিযানকারী দল দেখে জেলেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে জাটকা নিধনের দায়ে ১৭ জেলেকে আটক করা হয়, একইসঙ্গে মাছ ধরার পাঁচটি নৌকা ও বিপুল পরিমাণ জালও জব্দ করা হয়।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলার শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আমজাদ হোসেন।

প্রসঙ্গত, ইলিশের পোনা জাটকা সংরক্ষণে মার্চ ও এপ্রিল এই দুই মাস চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের ছয়টি অভয়াশ্রমে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তাই এ সময় জাটকা নিধন, পরিবহন, মজুত ও বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত