ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৩ মিনিট আগে
শিরোনাম

কোন দেশে কবে রোজা শুরু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ১০:০৫

কোন দেশে কবে রোজা শুরু
ছবি - সংগৃহীত

বিশ্বের অনেক দেশে আর মাত্র ১০ দিন পর থেকেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। জ্যোতির্বিদরা জানিয়েছেন, আগামী ২৩ মার্চ থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, লেবানন, সিরিয়া, আলজেরিয়া, কুয়েত, বাহরাইন, সুদান, মরক্কোসহ আরও বেশকিছু আরব দেশে রমজান শুরু হবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ কেন্দ্র থেকে বলা হয়েছে- যেসব দেশে গত ২১ ফেব্রুয়ারি থেকে শাবান মাস শুরু হয়েছে তারা ২১ মার্চ আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখতে পারবে না। তবে ২২ মার্চ বুধবার রমজান মাসের চাঁদ দেখা যাবে। সে অনুযায়ী ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে পহেলা রমজান শুরু হবে।

এছাড়া ২২ ফেব্রুয়ারি থেকে যে সব দেশে সাবান মাস শুরু হয় তাদের মধ্যে ইরান, জর্ডান এবং ওমান ২২ মার্চ রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, ২৩ মার্চ থেকে যেসব দেশে পবিত্র রমজান মাস শুরু হবে সেসব দেশে ২১ এপ্রিল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

ইসলামে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী নবমতম মাস হলো পবিত্র রমজান মাস। এটি অর্ধচন্দ্রের আবির্ভাবের সঙ্গে সঙ্গে শুরু এবং শেষ হয়।

সূত্র: সিয়াসত ডেইলি

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত