ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সাভারে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  সাভার প্রতিনিধি

প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ১১:২৬

সাভারে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি।

ঢাকার সাভারে শয়নকক্ষ থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। রোববার সাভার পৌর এলাকার রংধনু হাউজিং সোসাইটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কলেজছাত্রীর নাম সুমাইয়া (১৯)। তিনি সাভারের বিপিএটিসি স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। সুমাইয়ার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার কঁচুবুনিয়া এলাকায়। তার বাবার নাম ফারুক মৃধা। তিনি সাভারে তার খালা শিরিন আক্তারের বাসায় থেকে লেখাপড়া করতেন।

পুলিশ জানায়, শনিবার রাতে সুমাইয়া তার খালাকে জানায় রোববার তার পরীক্ষা আছে সে পড়তে বসবে তাই তাকে যেন সকালে না ডাকে সে একেবারে দুপুরে উঠে পরীক্ষা দিতে যাবে। এই বলে সে তার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়।

পরে রোববার দুপুরেও সুমাইয়া ঘরের দরজা না খোলায় তার খালা জানালা দিয়ে ঘরের ভেতর উঁকি মেরে দেখতে পায় সুমাইয়ার মরদেহ ফ্যানের সাথে ঝুলছে। পরে তারা জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল করে বিষয়টি জানালে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই সেখান থেকে ঘরের দরজা ভেঙে ওই কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করি। তার পরিবারের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি মেয়েটির বাবা মায়ের মধ্যে সম্পর্ক না থাকায় তার মা পাবনা থাকেন এবং তার বাবা বাগেরহাটে থাকেন। আর সে এখানে তার খালার বাসায় থেকে কলেজে পড়াশোনা করত।

রোববার রাতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত