ধামরাই থেকে চুরি হওয়া মোটরসাইকেল কুমিল্লা থেকে উদ্ধার
প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ২১:২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাই থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির সঙ্গে জড়িত অভিযোগে মো. তুষার আহমেদ (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার জাতীয় জরুরি সেবার মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।
৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, সোমবার সকাল সাড়ে ১০টায় ধামরাই থেকে হাবিবুর রহমান নামে একজন ফোন করে জানান, তার ঢাকা মেট্রো ল-৫২-৯৩২৭ নম্বরের নীল রঙের এপাচি আরটিআর ফোরভি মোটরসাইকেলটি সকালে কোন এক সময়ে চুরি হয়ে যায়। এখন তিনি জিপিএস লোকেশন ট্র্যাকারের মাধ্যমে দেখতে পাচ্ছিলেন মোটরসাইকেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত অবস্থায় চৌদ্দগ্রামের কাছাকাছি অবস্থানে আছে।
৯৯৯ কলটেকার কনস্টেবল জুয়েল মিয়া তাৎক্ষণিকভাবে ময়নামতি হাইওয়ে থানা এবং মিয়াবাজার হাইওয়ে থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানান।
সংবাদ পেয়ে দ্রুত মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের একটি দল কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন মিশ্বানী বাজার থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে এবং চুরির অভিযোগে তুষার আহমেদকে গ্রেপ্তার করে।
মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এসআই টিপু রায় ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।
বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস