ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: নৌকার টিকিট চায় ২৫ প্রার্থী

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ২৩:০৫

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: নৌকার টিকিট চায় ২৫ প্রার্থী
আওয়ামী লীগ

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনে নৌকার টিকিট পেতে দুইদিনে ২৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সেল থেকে এ তথ্য জানানো হয়। আগামীকাল বুধবার মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। প্রথম ও দ্বিতীয় দিনে আগ্রহী প্রার্থীরা দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেন।

মনোনয়ন ফরম সংগ্রহ করা ২৫ জন হলেন- প্রয়াত এমপি মইনুদ্দীন খান বাদলের স্ত্রী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ৪নং ওয়ার্ডের সদস্য (আহ্বায়ক কমিটি) সেলিনা খান, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুচ ছালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এস এম আবুল কালাম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ খোরশেদ আলম, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ ৫নং ওয়ার্ডের সদস্য (আহ্বায়ক কমিটি) আশেক রসুল খান, আইন বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য এ.এম. কফিল উদ্দিন, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ টি এম আলী রিয়াজ খান।

তাছাড়াও বোয়ালখালী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জাহেদুল হক, দক্ষিণ জেলা তাঁতি লীগের সহ সভাপতি জহুর চৌধুরী, মহানগর আওয়ামী লীগ (মোহরা) ৫নং ওয়ার্ডের সদস্য (আহ্বায়ক কমিটি) সুকুমার চৌধুরী, ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য হায়দার আলী চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন, বোয়ালখালী আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ মনছুর আলম, প্রয়াত মোছলেম উদ্দীন আহমদের স্ত্রী চট্টগ্রাম মহানগর মহিলা লীগের সদস্য শিরিন আহমেদ, ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আহমেদ ফয়সাল চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য বিজয় কুমার চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, বায়েজিদ থানা আওয়ামী লীগের সদস্য কফিল উদ্দীন খান, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ এমরান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সাইফুদ্দীন আহমেদ রবি ও জাতীয় শ্রমিক লীগ মহানগরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম–৮ আসনের উপ নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ।

এর আগে গত ১৮ মার্চ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এমপির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। সংশ্লিষ্ট নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। বুধবার বিকেল সাড়ে চারটার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ (নৌকা) নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি ৮৭ হাজার ২৪৬ ভোট পান। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ৩ বছর ২৩ দিনের মাথায় গত ৫ ফেব্রুয়ারি মারা যান চট্টগ্রামের দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি। এতে শূন্য হয়ে পড়ে চট্টগ্রাম-৮ আসনটি। তার মৃত্যুতে শূন্য এই আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ২৭ এপ্রিল।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত