ধামরাইয়ে হেরোইনসহ আটক ২
সাভার প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ২০:০৩ আপডেট : ২২ মার্চ ২০২৩, ২০:০৯

ধামরাই থানার কালামপুর এলাকা থেকে ২০৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
|আরো খবর
বুধবার (২২ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। মঙ্গলবার রাতে ধামরাই থানার কালামপুর এলাকা থেকে ২০৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- মো. ইব্রাহিম (৪৮) ও শহিদুল ইসলাম বাবু (২৮)।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটক মাদক ব্যবসায়ীদের নামে মামলা করে ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমপি