রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেলো বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ২২:০৪ আপডেট : ২২ মার্চ ২০২৩, ২৩:১০

রাজধানীর মালিবাগ রেলগেটে সোহাগ পরিবহনের একটি বাস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। বাসে যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি।
বুধবার রাত ৯টার দিকে মালিবাগ রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মালিবাগ রেলগেটে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, সোহাগ পরিবহনের বাসটি বেনাপোল থেকে ঢাকায় এসে যাত্রী নামিয়ে কাউন্টারে যাচ্ছিল। সংঘর্ষের আগে যাত্রীরা নেমে যাওয়ায় বাসটি খালি ছিল। ফলে কেউ হতাহত হয়নি বলে আমরা জানতে পেরেছি।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। দুর্ঘটনাস্থলে লাইন ক্লিয়ার হয়ে গেলে ট্রেন চলাচল আবার শুরু হবে।
বাংলাদেশ জার্নাল/আরকে