চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০০:৪২

দিনাজপুরের চিরিরবন্দরে রেলস্টেশনের পাশেই একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুস সাত্তার (৭০) নামে এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়।
|আরো খবর
বুধবার ৮টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর রেল স্টেশনের প্ল্যাটফর্মের সামনেই এই দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর রেলওয়ে থানার উপ পরিদর্শক এসআই জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই জাহিদ হাসান বলেন, একতা ট্রেনের ধাক্কা লেগে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আব্দুস সাত্তার লুসাকা গ্রুপের লুসাকা ফ্যাশন লিমিটেড এর সিকিউরিটি ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন। চিরিরবন্দর উপজেলার সাঁইতারা গ্রামের মছির উদ্দিন সরকার ছেলে।
চিরিরবন্দর রেল স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বলেন, আব্দুস সাত্তার চিরিরবন্দর রেলস্টেশন বাজারে কাচা বাজার করতে আসেন। বাজার করে বাড়ি ফেরার পথে প্লাটফর্ম পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে পরিবারের নিকট লাশটি হস্তান্তর করে।
বাংলাদেশ জার্নাল/জিকে