মালিবাগে ট্রেন দুর্ঘটনা তদন্তে কমিটি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০৮:১৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় সোহাগ পরিবহনের একটি বাসে ট্রেনের ধাক্কা দেয়ার ঘটনায় রেলের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাতে এই কমিটি গঠন হয়েছে বলে রেলের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির অন্যরা হলেন: সহকারী প্রকৌশলী (ঢাকা-১) আনোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট সহকারী সংকেত প্রকৌশলী (ঢাকা-১) আশিকুর রহমান, রেলের সরকারি কমান্ড অন ফিরোজ আলম ও সরকারি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ এজহারুল ইসলাম।
উল্লেখ্য, রাত ৯টা ১০ মিনিটে মালিবাগ রেলগেটে ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনটি সোহাগ পরিবহনের একটি এসি বাসে ধাক্কা দেয়। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেয়ার পর রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মতিঝিল ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোল্লা তবিবুর রহমান বলেন, বাসটিতে দুজন যাত্রী ছিলেন। তারা আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের মাথা ফেটে গেছে।
বাংলাদেশ জার্নাল/এমএস