টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ১২:০৯

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চর ভাবলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় হতাহতদের পরিচয় জানা যায়নি।
|আরো খবর
পুলিশ জানান, বগুড়া থেকে আলুভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। ট্রাকটি কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চিনি ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাক চালক নিহত হয়। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহত ট্রাক চালকের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ