রমজানে গণভবনে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ১৬:১৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গণভবনে এবার আনুষ্ঠানিক কোনো ইফতার আয়োজন রাখেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ব্যয় সংকোচনের অংশ হিসেবে রমজানে গণভবনে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

এর কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়ী নীতি অবলম্বন করেছেন, ব্যক্তিগত জীবনে সেটারই অংশ হিসেবে তিনি এবার কোনো ধরনের ইফতার পার্টি করবেন না। ইফতারে সংযম এবং ব্যয় সংকোচন করবেন।

আনুষ্ঠানিক আয়োজন না রাখার পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইফতারও সাদামাটা হবে জানিয়ে হাসান জাহিদ তুষার বলেন, তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এবার একদমই সাদামাটা ইফতার করবেন। ব্যক্তিগত ইফতারেও তিনি কৃচ্ছ্রসাধন করবেন।

এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের অনুষ্ঠানমালায় ইফতারের কোনো অনুষ্ঠান সংযোজন হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দলটির উপদফতর সম্পাদক সায়েম খান। 

আরও পড়ুন: স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে তাদের অর্জন ব্যর্থ হতে দেব না

বাংলাদেশ জার্নাল/এমপি