ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

সাতক্ষীরায় ১০ মিনিটের কালবৈশাখী, বাড়িঘর বিধ্বস্ত-জেলে নিখোঁজ

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ১৭:৩১

সাতক্ষীরায় ১০ মিনিটের কালবৈশাখী, বাড়িঘর বিধ্বস্ত-জেলে নিখোঁজ
ঝড়ে বিধ্বস্ত বাড়িঘর। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপকূলে প্রায় ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়েছে বাড়িঘর। এসময় নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝড় শুরু হয়। এসময় উপকূলীয় এলাকার কৈখালী, রমজান নগর, ও মুন্সিগঞ্জ ইউনিয়নের প্রায় ৫০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

জানা গেছে, নিখোঁজ জেলে কুদ্দুস গাজী (৪০) উপকূলীয় কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের রমজান গাজীর ছেলে।

কৈখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, আকস্মিক কালবৈশাখী ঝড়ে কাঁচা-পাকা সব মিলিয়ে ৫০টির মত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া একই সাথে মাছ ধরার সময় কুদ্দুস গাজী নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন জানান, আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে উপকূলীয় বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আকস্মিক কিছু কিছু অঞ্চলে এ ঝড়ের সৃষ্টি হয়। এ ঝড়ের স্থায়ী সময়কাল খুব কম হয়ে থাকে। এটাকে মূলত কালবৈশাখী ঝড় বলা হয়।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত