মোহাম্মদপুরে মিষ্টির দোকানে আগুন
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ১৮:৩৬ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর চন্দ্রিমা উদ্যানের পাশে বৃহস্পতিবার বিকেলে একটি মিষ্টির দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার ফাইটারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটে এক মিষ্টির দোকানে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গ্যাস সিলিন্ডার থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাংলাদেশ জার্নাল/সুজন/আরকে