জমি নিয়ে বিরোধ: দুই ভাইকে কুপিয়ে জখম
প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ০০:৫১ | অনলাইন সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে এলোপাথাড়িভাবে কুপিয়ে মারত্মক জখম করেছে প্রতিপক্ষরা। বৃহষ্পতিবার (২৩ মার্চ) বিকেলে কাঠালিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি দেখে তাদেরকে বরিশাল শেরই-বাংলা হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন- লুৎফর রহমান লিমন নকিব (৩৩) ও রিয়াজ নকিব (৪৫) নামের দুই ভাই।
আহতদের স্বজনরা জানান, পুর্ব শত্রুতার জের ধরে একই এলাকার কামরুল, সেলিম, মাহফুজ, সাগর, জলিল, জসিমসহ ১০/১৫ জনের একটি দল তাদের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে লিমন নবিক ও রিয়াজ নকিবকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে হামলাকারিরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। এরপর বাড়িতে পুনরায় হামলা চালিয়ে তাদের বৃদ্ধ মাসহ কয়েকজনকে আহত করে প্রতিপক্ষরা।
এ ব্যপারে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী জানান, এ ঘটনায় এখনও কোন অভিযোগ আসেনি। তবে এ বিষয়ে খোজ নেয়া হচ্ছে। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ জার্নাল/আরআই