কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ২ নারী যাত্রী নিহত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ০৫:১৭ আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৮:৫০

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর ফুলতলী এলাকায় যাত্রীবাহী মদিনা বাস চাপায় নারীসহ দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটো চালকসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত আমানুল্লাহ আমান (৬০) সুয়াগাজী বাজারের স্বর্ণ ব্যবসায়ী। তার বাড়ি উপজেলার মাটিয়ারা গ্রামে। অপর নিহত একই উপজেলার টঙ্গিরপাড় গ্রামের ফাতেমা আক্তার (৩০)।
|আরো খবর
নিহতের বিষয় নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিকদার শাওন।
প্রত্যক্ষদর্শীরা জনান, 'শনিবার বিকেল পৌনে ছয়টার দিকে চৌদ্দগ্রামমুখী যাত্রীবাহী মদিনা পরিবহন একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশার যাত্রী আমানুল্লাহ। পরে কুমিল্লা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসলে মারা যান ফাতেমা আক্তার।
ঘটনায় আহতরা হলেন- নিহত ফাতেমার শিশু সন্তান জুনাইদ (৯), মাদরাসা শিক্ষার্থী শাহেদ (১৫), শিফাত (২৭) আসিক।
বাংলাদেশ জার্নাল/এমএ