হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
হিলি প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ১১:১৮

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
|আরো খবর
রোববার সকালে হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
জনসংযোগ কর্মকর্তা জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত থেকে এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ ছাড়াও বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রমও বন্ধ আছে। একদিন বন্ধের পর আগামীকাল সোমবার সকাল থেকে যথারীতি সকল কার্যক্রম স্বাভাবিক হবে।
হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ। তবে এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ জার্নাল/আরআই