সড়ক বিভাজনের উপর ট্রাক উঠে পথচারীর মৃত্যু
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩, ০১:০৬

ঢাকার সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়ক বিভাজনের উপরে উঠে যাওয়ায় ট্রাক নিচে চাপা পড়ে এক পথাচারীর মৃত্যু হয়েছে। এঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে ৷ রবিবার নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত মিনহাজ উদ্দিন (২৫) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কলমাইদ গ্রামের হুরমত আলীর ছেলে। তিনি আশুলিয়ার নরশিংহপুর ভাড়া বাসায় থেকে ভিনটেজ গ্রুপের একটি কারখানায় কাজ করতেন।
সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, বিকেলে টাঙ্গাইলের নাগরপুর থেকে এসবি লিংক বাসে বিকেল সাড়ে ৪টার দিকে নবীনগরে আসেন মিনহাজ। সেখান থেকে বাইপাইল এসে নরশিংহপুর যাওয়ার জন্য রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করছিলেন তিনি। এসময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনে উঠে গেলে নিচে চাপা পড়ে আহত হন মিনহাজ। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল কলেজে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
বাংলাদেশ জার্নাল/এমএ