রাজধানীর জয়কালী মন্দির সংলগ্ন মেথর পট্টিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩, ০৪:১৩ আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৪:৫৬

রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দিরের কাছে মেথর পট্টিতে সোমবার ভোর সোয়া ৩ টায় আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
|আরো খবর
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দিরের কাছে বাজারের টিনশেড ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও তিনটি ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে এখন কাজ করছে সাতটি ইউনিট।
তবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি।
বাংলাদেশ জার্নাল/এমএ/সুজন