আরো দুই বছর শিল্পকলার ডিজি থাকছেন লাকী
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ১৮:৪১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীকে আবারও শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বর্তমান চুক্তির ধারাবাহিকতা ও একই শর্তে আগামী ১৩ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে দুই বছরের চুক্তিতে লাকীকে ওই পদে নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নাট্য নির্দেশক, অভিনেতা লাকী এক যুগ ধরে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে রয়েছেন। এই পদে এতদিন থাকার নজির আর কারও নেই। শিল্পকলায় (অভিনয়) বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে একুশে পদক পান তিনি।
২০১১ সালের ৭ এপ্রিল তিনি প্রথম নিয়োগ পান। পরে ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ সালের ২৭ মার্চ, ২০১৮ সালের ১৯ মার্চ এবং সবশেষ ২০২০ সালের ১৩ এপ্রিল পুনঃনিয়োগ পান তিনি।
দীর্ঘদিন ধরে লাকীর শিল্পকলা একাডেমির পদে থাকা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা রয়েছে। এর মধ্যে গত বছর দুর্নীতির অভিযোগ পেয়ে তাকে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদও করেছিল।
লাকী বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি পদে রয়েছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদকে অব্যাহতি দেয়ার ঘটনায়ও সমালোচনার মুখে রয়েছেন লাকী। তার প্রতিক্রিয়ায় এরই মধ্যে ফেডারেশন ছেড়েছে ঢাকা থিয়েটার।
বাংলাদেশ জার্নাল/কেএ