নিখোঁজের ৩ দিন পর নারীর মরদেহ মিলল ভুট্টাখেতে
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০৪:০৯ আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০৪:১৫

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ হওয়ার তিনদিন পর রাশিদা বেগম (৪৫) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
|আরো খবর
বুধবার দুপুরে উপজেলার বাঁশাটি গ্রামের একটি ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাশিদা বেগম পার্শ্ববর্তী হরিনাদী গ্রামের মৃত কফিল উদ্দিনের মেয়ে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর র্দীঘদিন ধরে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন রাশিদা। তিনি গত ২৬ মার্চ সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। পরে পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি। বুধবার দুপুরে বাঁশাটি গ্রামের লোকজন ভুট্টাখেতে নারীর মরদেহ পড়ে আছে বলে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ জার্নাল/জিকে