হত্যা মামলায় জামিনে বেরিয়ে কিশোরী ধর্ষণ, যুবক আটক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ১৬:২৩

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় হত্যা মামলায় জামিনে বের হয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ লাদেন শেখ (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৮।
|আরো খবর
বৃহস্পতিবার (৩০ মার্চ) ফরিদপুর র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লাদেন নামে ওই যুবককে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৯ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা থেকে তাকে আটক করা হয়।
লাদেন শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল গ্রামের আফজাল আলী মোল্যার ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।
ফরিদপুর-৮ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। আটকের পর তাকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
গত বছরের ৩০ জানুযারি পারিবারিক বিরোধের জেরে লাদেন শেখ, ইব্রাহীম শেখসহ আরও কয়েকজন একই এলাকার সৌদি প্রবাসী শেখ সাদির ছেলে ও দশম শ্রেণির শিক্ষার্থী শাহেদ শেখকে দিনদুপুরে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় ওইদিন রাতেই নিহত শাহেদ শেখের ফুফা লিটন খান বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।
এরপর ওই রাতেই লাদেন শেখ ও ইব্রাহিম শেখকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ইব্রাহীম শেখ বর্তমানে জেলহাজতে থাকলেও গত বছরের সেপ্টেম্বরে আদালত থেকে জামিন নিয়ে বের হয় লাদেন শেখ।
পরবর্তীতে গত ২৬ ফেব্রুয়ারি উপজেলার স্বপ্ননগর আবাসন এলাকার একটি বাড়িতে অভিযুক্ত লাদেন শেখ নির্মাণ শ্রমিকের কাজে যায়। এ সুযোগে ওই বাড়ির ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাড়ির পাশের একটি ঘাসের জমিতে নিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ঘটনার একদিন পর ওই কিশোরীর মা বাদী হয়ে লাদেন শেখকে অভিযুক্ত করে থানায় একটি ধর্ষণ মামলা করেন। ঘটনার পর থেকে লাদেন শেখ পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে ফরিদপুর র্যাব-৮ নড়াইলের লোহাগড়া উপজেলা থেকে তাকে আটক করে।
বাংলাদেশ জার্নাল/এমপি