ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ১৭:৩৮

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব ১০। গ্রেপ্তারকৃতের নাম- মো. শাহীন হাওলাদার (৩৮)।
|আরো খবর
বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জের গোলাম বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিকেলে র্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তি একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তিনি বেশ কিছুদন ধরে কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাধারন মানুষের সাথে ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে মোটা অংকের টাকা আত্মসাৎ করছিলেন।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস