ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ১২:৪৩  
আপডেট :
 ০১ এপ্রিল ২০২৩, ১৬:০১

শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১১টার দিকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সাধারণত শিক্ষার্থীদের ব্যানারে মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

এ সময় যান চলাচল বন্ধ থাকে। শিক্ষার্থীরা মতিউর রহমানের শাস্তির দাবি জানান। প্রথম আলো সব সময়ই দেশবিরোধী ষড়যন্ত্রের সাথে লিপ্ত বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মতিউর রহমানের কুশ পুত্তলিকা দাহ করা হয়।

এদিকে একই জায়গায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর। এ সময় জাবি শিক্ষার্থীরা তার মুক্তিরও দাবি জানান।

শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হঠাৎ কর্মসূচি পালনকালে জাতীয় জাদুঘরের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানববন্ধনের পাশে এসে তারা স্লোগান দিতে থাকেন। পরে কর্মসূচি ঘোষণা দিয়ে মানববন্ধন শেষ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত