ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

ভোলায় ৪ হোটেল ব্যবসায়ীকে জরিমানা

  ভোলা প্রতিনিধি

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ০০:৩৮

ভোলায় ৪ হোটেল ব্যবসায়ীকে জরিমানা
ছবি: প্রতিনিধি

ভোলায় অপরিচ্ছন্ন পরিবেশ, মূল্য তালিকা না থাকা ও ভেজাল খাদ্য বিক্রির অভিযোগে চার হোটেল ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, রমজানকে পুঁজি করে বিভিন্ন হোটেলে অতিরিক্ত মূলে ইফতার সামগ্রী বিক্রির পাশাপাশি খাদ্যে ভেজার মেশানোর অভিযোগের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, খাবারে ক্ষতিকর হাইডোজ মেশানো ও মূল্য তালিকা না থাকায় হোটেল নূরজাহান, হোটেল আহসান, হোটেল গুলবাগ ও হোটেল আল মদিনার মালিককে ১৬ হাজার টাকা জরিমনা করা হয়। পাশাপাশি ইফতারি বিক্রির মূল্য তালিকা, অতিরিক্ত দাম না নেয়াসহ খাবার ঢেকে রাখার জন্য খাবারের দোকানগুলোকে নির্দেশনা দেয়া হয়। এ অভিমান অব্যহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত