ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

নওগাঁয় ৩ প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান

  নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ২১:৩১

নওগাঁয় ৩ প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান
ছবি: সংগৃহীত

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও ক্ষতিকর রং মেশানোর অপরাধে নওগাঁয় তিনটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।

তিনি বলেন, সদর উপজেলার শহরের চুড়িপট্টি ও পুরাতন মাছ বাজার এলাকায় কাপড়, জুতা ও কসমেটিকসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় শম্পা কসমেটিকসকে পাঁচ হাজার এবং খাবারে বিভিন্ন রং ব্যবহার করায় দত্ত স্টোরকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আরেকটি স্টোরকে দুই হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত