যশোরের শার্শায় ৪টি সোনার বার জব্দ
যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ১৯:২৯

যশোরে বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা এক অভিযানে আধা কেজি ওজনের ৪টি সোনার বার উদ্ধার করেছে চৌগাছা উপজেলার মাসিলা সীমান্তের কাছে বিজিবি সদস্যরা শনিবার সকালে এক অভিযান চালিয়ে আধা কেজি ওজনের ওই সোনার বারগুলো পায়।
|আরও খবর
বিজিবির ৪৯ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান হয়, বিজিবি সদস্যরা জানতে পারেন, একটি সোনার চালানসহ পাচারকারী দলের এক সদস্য সোনা নিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে চৌগাছা সীমান্তের মাসিলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে। সাংবাদ পেয়ে চৌগাছার মাসিলা বিজিবি সদস্যের একটি টহলদল দ্রুত শনিবার সকাল সাড়ে দশটার দিকে সীমান্তের গদাধরপুর এলাকায় যায় এবং সেখান থেকে টহলদল সোনা পাচারকারী দলের এক সদস্যেকে ধাওয়া করে। পরে তার ফেলে যাওয়া একটি ব্যাগ তল্লাশি করে চারটি সোনার বার উদ্ধার করে। যার ওজন ৫০০ গ্রাম। উদ্ধারকৃত সোনার বর্তমান মূল্য পঞ্চাশ লাখ টাকা।
বাংলাদেশ জার্নাল/এমএ