পুকুরে গোসলে নেমে প্রাণ গেল তিন শিশুর
পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৩, ১৮:৪৯ আপডেট : ১৩ মে ২০২৩, ১৯:১৪
পাবনার ঈশ্বরদীতে পুকুরের পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। শনিবার (১৩ মে) দুপুরে ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
|আরও খবর
মৃতরা হলো- সাঁড়া গোপালপুর এলাকার পাঞ্জু প্রামাণিকের ছেলে হৃদয় হোসেন (১০), সাঁড়া গোপালপুর এলাকার বাচ্চু মন্ডলের ছেলে জাহিদ হোসেন (১০), সাঁড়া ইউনিয়নের মাজদিয়া গ্রামের আকিজল হোসেনের মেয়ে আনিকা খাতুন (১১)। জাহিদ ও আনিকা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন।
স্থানীয়রা জানান, বেলা আড়াইটার দিকে বাড়ির পাশের মানিক হাজির পুকুরে তিনজন গোসল করতে নামে। এ সময় সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা। এক পথচারী বিষয়টি বুঝতে পেরে পরিবার ও স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, তিন শিশুর মরদেহ এখনো হাসপাতালে রয়েছে। পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ জার্নাল/এমপি