শেরপুরে ঝড়ে হাসপাতালের গ্লাস ভেঙে রোগীসহ আহত ৭
শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৩, ০৯:২০ আপডেট : ১৭ মে ২০২৩, ০৯:২৩
শেরপুরে ঝড়ে হাসপাতালের গ্লাস ভেঙে রোগী-স্বজনসহ সাতজন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
|আরও খবর
মঙ্গলবার রাতে ঝড়ে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পাঁচ ও ছয়তলার সুইংডোরের গ্লাস ভেঙে তারা আহত হন।
চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া গ্রামের আব্দুস সবুর বলেন, ‘আমি অন্য রোগের জন্য ভর্তি ছিলাম। রাতে প্রথমে হালকা বাতাস আর বৃষ্টি হলো দরজা বেশ কয়েকজন চাপ দিয়ে ধরে রাখার চেষ্টা করে। এরপর উপরের গ্লাস ভেঙে শরীরে পড়ে। এতে আমি আঘাত পাই।’
রোগীর স্বজনরা জানান, সেবা নিতে এসে যদি এমন হয়, তাহলে খুবই দুঃখজনক। গ্লাসগুলো আরও মজবুত ও পরিকল্পনা মাফিক স্থাপন করলে এমন ঘটনা হতো না। হাসপাতাল কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হতে হবে।
চিকিৎসক সৈয়দ সাদ ইবনে ওয়াসীক বলেন, ঝড়ে গ্লাস ভাঙার ঘটনায় আমরা চার পাঁচজনকে কয়েকটি সেলাই দিয়েছি। তাদের কারও হাত, পা ও পিঠ কেটে গেছে। এ ছাড়া আরও আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ