মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৩, ১৪:৩৯
রাজধানীর চকবাজার এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাহাবুব আলমকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১০।
|আরও খবর
বুধবার রাতে চকবাজার থানাধীন ঢাকেশ্বরী মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহবুব আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব-১০ জানায়, মাহবুব নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।
গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন...সমকামিতার আড়ালে অপরণ করতো চক্রটি
বাংলাদেশ জার্নাল/সুজন/ওএফ