ঢাকা, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

মনোহরদীতে বজ্রপাতে প্রাণ গেলো প্রবাসী যুবকের

  মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৩, ১৭:২০

মনোহরদীতে বজ্রপাতে প্রাণ গেলো প্রবাসী যুবকের
রায়হান উদ্দীন। ছবি: প্রতিনিধি
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে এক প্রবাসী যুবকের মৃত্যু ঘটেছে। মৃত যুবকের নাম রায়হান উদ্দীন। তার বাড়ি উপজেলার পাতরদীয়া গ্রামে।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ভারী বৃষ্টিপাতের সময় পাতরদিয়া গ্রামের নিজ বাড়িসংলগ্ন ঈদগাহ মাঠের ধারে দাঁড়িয়ে ছিলেন মৃত বাদল মিয়ার ছেলে রায়হান (২৪)। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

জানা গেছে, রায়হান কাতার প্রবাসী। মাত্র কয়েকদিন আগে ৬ মাসের ছুটিতে দেশে আসেন তিনি।

দৌলতপুর ইউপি চেয়ারম্যান শরীফ মাহমুদ খাঁন বাহালুল বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিকভাবে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। প্রক্রিয়া শেষে লাশ দাফন হবে।

আরও পড়ুন: বজ্রপাত বাড়ছে কেন?

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত