ভাঙ্গায় দুই কেজি গাঁজাসহ যুবক আটক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৩, ১৩:৩৩

ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় একটি কলাবাগান থেকে ৫০ হাজার টাকার গাঁজাসহ মফিজুল মাতুব্বর (৩৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
|আরও খবর
আটক মফিজুল একই উপজেলার খারাকান্দি গ্রামের জিন্নাহ মাতুব্বরের ছেলে।
বুধবার (২৪ মে) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ মামুনুর রশীদ ওই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে ভাঙ্গার খারাকান্দি এলাকার একটি কলাবাগানের ভেতর থেকে দুই কেজি গাঁজাসহ মফিজুল মাতুব্বর নামে এক যুবককে আটক করা হয়েছে। জব্দকৃত দুই কেজি গাঁজার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
ওসি মামুনুর রশীদ আরও জানান, এব্যাপারে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বিআরটিএর সার্ভার হ্যাক করে কোটি টাকা আত্মসাত, গ্রেপ্তার ৬
বাংলাদেশ জার্নাল/এমপি