মধুমতী নদীতে নিখোঁজের দু'দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৩, ১৬:৩৫

নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দু'দিন পর স্কুলছাত্র রাজীবের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।
|আরও খবর
শুক্রবার (২৬মে) সকাল ৬টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বাজড়া খেয়া ঘাট থেকে এ মরদেহ উদ্ধার হয়। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই এলাকার একজন ব্যক্তি সকালে মাছ ধরতে গিয়ে নদীর কিনারায় একটি মরদেহ দেখতে পায়। পরে ওই এলাকার লোকজন রাজীবের স্বজনদের খবর দেয়। রাজীবের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে তাকে বাড়িতে নিয়ে আসে।
উল্লেখ্য, গত বুধবার (২৪ মে) দুপুর ৩টার দিকে লোহাগড়া উপজেলার ৬নং জয়পুর ইউনিয়নের পুরাতন ধানাইড় গ্রামে মধুমতি নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রাজিব ভূইয়াঁ (১৪) ।
নিখোঁজ রাজিব স্থানীয় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র এবং ধানাইড় গ্রামের জুলহাস ভূঁইয়ার ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের স্থান থেকে ৩ কিলোমিটার দূরে মধুমতী নদী থেকে রাজীবের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট করে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রীর মৃত্যু
বাংলাদেশ জার্নাল/এমপি