নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৩, ১০:২০ আপডেট : ২৭ মে ২০২৩, ১০:২৪

নারায়ণগঞ্জে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে রোমান নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজার এলাকায় রোমান এবং অনিক গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
|আরও খবর
রোমান উপজেলার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পোড়া তেলেরে ব্যবসার একক নিয়ন্ত্রণ নিতে এর আগেও অনিক ও রোমান গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। গতকাল শুক্রবার তারা আবারও সংঘর্ষে জড়ায়। পরে খবর পেয়ে বন্দর থানা পুলিশের একাধিক দল ওই এলাকায় যায়। দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পুরো ঘারমোড়া বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমিসহ বন্দর থানার একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে যাই। সংঘর্ষে আহত রোমানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ জার্নাল/ওএফ