জমিতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৩, ১৩:১৭ আপডেট : ২৭ মে ২০২৩, ১৩:২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে সুলতান প্রামানিক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
|আরও খবর
শনিবার (২৭ মে) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু এলাকায় এ ঘটনা ঘটে।সুলতান প্রামানিক ওই এলাকার মৃত ফয়জাল প্রামানিকের ছেলে।
কায়েমপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনু বলেন, একদল শ্রমিক চর আঙ্গারুতে জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে সবাই দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিলেও সুলতান ধীরগতিতে হেঁটে যাওয়ার সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, ৩ নারী নিহত
বাংলােদশ জার্নাল/এমপি