ইসলামপুরে অটোরিকশার নিচে পড়ে শিশুর মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৩, ০০:১২

জামালপুরের ইসলামপুর উপজেলায় অটোরিকশার চাপা পড়ে মুসলিমা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চরপুঁটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের বড় মসজিদ এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত মুসলিমা আক্তার ডিগ্রিরচর গ্রামের মেয়ে মজিবর রহমানের মেয়ে।
|আরও খবর
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর ১টার দিকে শিশু মুসলিমা আক্তার বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী চালকসহ অটোরিকশাটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।
চরপুঁটিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার বলেন, অটোরিকশার নিচে চাপা পড়ে শিশু নিহতের খবর নিশ্চিত করেছেন।
ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, অটোরিকশার চাপা পড়ে শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক চালককে আটক ও অটোরিকসা জব্দ করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমএ