গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৪ সদস্য দগ্ধ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৩, ১১:৫৭ আপডেট : ২৮ মে ২০২৩, ১২:০০

চট্টগ্রাম নগরীর বায়েজিদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। রোববার ভোরে পূর্ব সৈয়দপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
|আরও খবর
দগ্ধরা হলেন- নূর নাহার বেগম (৩০), তার দুই সন্তান মারুফ (১) ও ফিরিয়া (৩), মো. ঈমাম উদ্দিন (২৩)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল পৌণে ৬টায় দগ্ধ অবস্থায় হাসপাতালে আনলে তাদের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
বাংলাদেশ জার্নাল/আরআই