ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

মেঘনায় ডুবতে থাকা নৌযান থেকে ৩ শ্রমিককে উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৩, ১৬:২২  
আপডেট :
 ২৮ মে ২০২৩, ১৬:২৭

মেঘনায় ডুবতে থাকা নৌযান থেকে ৩ শ্রমিককে উদ্ধার

ভোলার পূর্ব ইলিশা লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে দুই হাজার ব্যাগ সিমেন্টসহ ডুবতে থাকা নৌযান (বাল্ক হেড) থেকে তিন শ্রমিক ও দুই হাজার বস্তা সিমেন্ট উদ্ধার করেছে নৌ পুলিশ ও কোস্ট গার্ড।

রোববার দুপুরে ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার ব‌লেন, শনিবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে এ তথ্য জানান ইব্রাহিম নামের এক শ্রমিক। ৯৯৯ থে‌কে তাৎক্ষণিকভাবে নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও ভোলা পূর্ব ইলিশা সদর নৌ থানা ও কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়।

সংবাদ পেয়ে ভোলা পূর্ব ইলিশা নৌ থানা পুলিশের একটি দল উদ্ধারকারী নৌযান ও পানি সেঁচার পাম্পসহ দ্রুত ঘটনাস্থলে যায়। তিন জন মাঝিকে উদ্ধার ও কাত হয়ে পড়া নৌযান থেকে উদ্ধারকারী নৌযানে সিমেন্টের ব্যাগ স্থানান্তর করা হয়। পাম্পের সাহায্যে পানি অপসারণ করে নৌযানটিকে নিরাপদে তীরে পৌঁছে দেয়া হয়। কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দলও সেখানে উপস্থিত হয়ে উদ্ধার কাজে সহযোগিতা করে।

ভোলা পূর্ব ইলিশা নৌ থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা সহকারী এএসআই মো. ফয়েজ আহমেদ ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।

আরো পড়ুন: ৯৯৯ এ মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ শিশুর

বাংলাদেশ জার্নাল/সুজন/আরকে

  • সর্বশেষ
  • পঠিত