মহাখালী ফ্লাইওভার থেকে রড পড়ে শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৩, ১৬:০৬
রাজধানীর মহাখালী ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সামনে উড়াল সেতুর উপর থেকে লোহার রড পড়ে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
|আরও খবর
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুল কাদির ইমন বলেন, সকালে সড়ক দিয়ে যাওয়ার সময় দেখতে পাই কয়েকজন লোক মহাখালী ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সামনে রেললাইনে জড়ো হয়ে আছে। সেখানে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজনকে নিয়ে দ্রুত মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেই। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, শিশুটিকে দেখে পথশিশু মনে হচ্ছে। রডটি উপর থেকে পড়ে মাথার একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, একটি শিশুকে আহত অবস্থায় কয়েকজন পথচারী হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ জার্নাল/জিকে