কুমিল্লায় মসলার বাজারে অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৩, ০০:০২

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মসলার বাজারে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার নগরীর নিউ মার্কেট এলাকায় অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।
|আরও খবর
আছাদুল ইসলাম জানান, 'মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, মসলার মূল্য বাড়িয়ে লেখা, ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো ব্রাদার্স ট্রেড ইন্টারন্যাশনাল ১ হাজার, তুহিন স্টোর ১ হাজার, মা ডিপার্টমেন্টাল স্টোর ২ হাজার এবং আপন ফ্যামিলি ডিপার্টমেন্টাল স্টোরকে ১০ হাজার টাকা।
বাংলাদেশ জার্নাল/এমএ