সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নছিমন চালকের
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৩, ০০:৩২

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আসাননগর গ্রামে সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৪৫) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার চুটলিয়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে।
|আরও খবর
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম খবর নিশ্চিত করে জানান, রবিউল ইসলাম সোমবার রাতে কুষ্টিয়া শহর থেকে টিন বোঝাই করে ঝিনাইদহে আসছিলেন। তিনি ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপার আসাননগর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবিউল নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমএ