শিশুকে অপহরণের পর হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৩, ১৭:৫৪
তিন বছরের শিশুকে অপহরণের পর হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ওই ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ জানান।
|আরও খবর
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মো. শাহ্জালাল (২৫), একই উপজেলার জাকির হোসেন (৩৬) এবং আশরাফুল (২৩)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৮ অক্টোবর সকালে রূপগঞ্জ উপজেলার ভুলতার টেকপাড়া এলাকায় বাসার সামনে থেকে শিশু জুঁই আক্তারকে অপহরণ করে আসামিরা। পরে তারা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নিহতের পরিবার পাঁচ লাখ টাকা দিতে রাজি হয়। কিন্তু টাকা দিতে দেরি হওয়ায় শিশুটিকে খুন করে বস্তায় ভরে বাড়ির পাশের একটি বালুর মাঠে ফেলে রাখে।
পরদিন ১৯ অক্টোবর রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির বাবা আনোয়ার হোসেন। আসামিরা তার বাড়িতেই ভাড়া থাকতেন।
তদন্ত কর্মকর্তা তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। আসামিদের মধ্যে শাহ্জালাল ও আশরাফুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। মামলায় মোট ছয়জন সাক্ষ্য দেন। রায়ের পর আসামিদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
আরো পড়ুন: কাশিমপুর কারাগারে ডাকাতি ও ধর্ষণ মামলার আসামীর ফাঁসি কার্যকর
বাংলাদেশ জার্নাল/আরকে