ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

নির্বাচনী বছরে ইসির বাজেট বাড়ছে ৮৬৮ কোটি টাকা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৩, ১৬:১৭  
আপডেট :
 ০১ জুন ২০২৩, ১৬:৫৮

নির্বাচনী বছরে ইসির বাজেট বাড়ছে ৮৬৮ কোটি টাকা
ফাইল ছবি

নির্বাচনী বছরে নির্বাচন কমিশনের মোট বাজেট বাড়ছে ৮৬৮ কোটি টাকা। তবে কমিশনের জন্য উন্নয়ন বাজেট ২০২২-২৩ অর্থবছরের বিদায়ী বাজেট থেকে ৪৬৭ কোটি টাকা কমছে।

বৃহস্পতিবার সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এ তথ্য দেখা যায়।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, এই সাংবিধানিক সংস্থাটির পরিচালন বাজেট আগের বাজেটের চেয়ে ১ হাজার ৩৫৭ কোটি টাকা বাড়ছে।

নির্বাচন কমিশনের সামগ্রিক বাজেট বিদায়ী অর্থবছরের চেয়ে ১ হাজার ৫৩৮ কোটি টাকা বেড়ে আসন্ন অর্থবছরে দাঁড়াচ্ছে ২ হাজার ৪০৬ কোটি টাকা।

চলতি বছরের ডিসেম্বরের শেষ ভাগে বা আগামী বছরের জানুয়ারির শুরুতে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাজেট ছিল ৭০০ কোটি টাকা।

ইসি সূত্র জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের ব্যয় মেটাতে সরকারের কাছে ৩ হাজার৯৫৪ কোটি টাকা চেয়েছে কমিশন।

আরও পড়ুন: করমুক্ত আয়সীমা বেড়ে সাড়ে ৩ লাখ টাকা

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত