ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

চবিতে ফের ছাত্রলীগের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০১ জুন ২০২৩, ১৮:১২  
আপডেট :
 ০১ জুন ২০২৩, ১৮:২৭

চবিতে ফের ছাত্রলীগের সংঘর্ষ, পুলিশ মোতায়েন
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপ আবারও সংঘর্ষে জড়িয়েছে। এতে উভয়পক্ষে প্রক্টরসহ ১০ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুর দেড়টা থেকে শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি আর সিক্সটি নাইনের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি। থেমে থেমে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে সংঘর্ষ। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক রমজান হোসাইন রামদায়ের কোপে গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বিবাদমান পক্ষ দুটি হলো- শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক উপ-গ্রুপ সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও সিক্সটি নাইন। এদের মধ্যে সিক্সটি নাইন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল টিপু ও সিএফসি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী।

এদিকে, বিকেল চারটার দিকে র‌্যাবের একটি টিম ক্যাম্পাসে প্রবেশ করে। এর আগে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা বারবার চেষ্টা করেও শাটল ট্রেনভিত্তিক ছাত্রলীগের গ্রুপ সিএফসি এবং সিক্সটি নাইনের সদস্যদের থামাতে পারেনি।

প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, আহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। শাহ আমানত হলের রমজান নামে এক ছাত্র গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ১০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনকে সহযোগিতা করতে র‍্যাব ক্যাম্পাসে এসেছে। এখন পরিস্থিতি শান্ত। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: ইবির প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলন, ভোগান্তিতে শিক্ষার্থীরা

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত