ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

চলন্ত লঞ্চ থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

  ভোলা প্রতিনিধি

প্রকাশ : ০৩ জুন ২০২৩, ১০:১৯

চলন্ত লঞ্চ থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ
ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এম ভি তাসরিফ-৩ লঞ্চ থেকে পড়ে মো. শাহাজাহান (৬০) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। এরপরই প্রায় এক ঘণ্টা চেষ্টা চালালেও নিখোঁজ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

শুক্রবার রাত ৯টায় বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন লঞ্চঘাটের উত্তর পাশের মেঘনায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. শাহাজাহান শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়।

লঞ্চ যাত্রীরা জানান, ওই বৃদ্ধ তার স্ত্রী ও অভি নামের এক শিশু সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলেন। তিনি নিচতলার ডেকের যাত্রী ছিলেন। প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি চলন্ত লঞ্চের পেছনের অংশে যান। এ সময় পা ফসকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

এই বিষয়ে নিখোঁজ শাহাজাহানের স্ত্রী বলেন- আমার স্বামীর মরদেহ চাই। আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

লঞ্চ মাস্টার মো. নোমান জানান, শাহাজাহানের স্ত্রী ও ছেলে তাদের জানিয়েছেন- ছেলেকে টয়লেটে নিতে শাহাজাহান লঞ্চের পেছনে যান। এর পরেই তিনি পড়ে যান।

এক ঘণ্টা নদীতে খোঁজ করে না পেয়ে ছেলে ও স্ত্রীকে হাকিমউদ্দিন ঘাটে নামিয়ে দেয়া হয়। খবর পেয়ে নৌ-পুলিশ ও কোস্টগার্ড টিম উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত মরদেহ পাওয়া যায়নি।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত