রেলক্রসিংয়ে উঠে যায় অটোরিকশা, ট্রেনের ধাক্কায় নিহত ২
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৩, ১৮:৩৪

|আরও খবর
কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ জুন) বিকেল ৪টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের জেলখানাবাড়ি অবৈধ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী মহানগর এক্সপ্রেস ট্রেন জেলখানাবাড়ি রেলক্রসিং অতিক্রম করার সময় একটি অটোরিকশা ক্রসিংয়ে উঠে পড়ে। ট্রেনটির ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তারা দুইজনই পুরুষ। অটোরিকশাটিতে আর কোনো যাত্রী ছিল না। প্রাথমিকভাবে জানা গেছে তারা বাবা-ছেলে। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, রেলক্রসিংটি অবৈধ হওয়ায় সেখানে গেট ও গেটম্যান ছিল না।
আরও পড়ুন: চলন্ত লঞ্চ থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ
বাংলাদেশ জার্নাল/এমপি